পুলিশ, দমলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মীদের ছুটি বেড়ে গেল। দুর্গাপুজো, কালীপুজো ভাইফোঁটা উপলক্ষে সরকারি কর্মীরা ছুটি পেলেও উৎসবের এই দিনগুলিতে ছুটি পান না পুলিশ, দমকলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মী-সহ অন্য জরুরি পরিবেষবার সঙ্গে যুক্ত কর্মীরা। এবার এই সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের এবার ছুটি নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ১০ দিনের বিশেষ ছুটি পেতেন। এবার থেকে এই ছুটির পরিমাণ বাড়িয়ে বছরে ১৫ দিন করে দিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, ১৫ নভেম্বর বিরসা মুণ্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নিউটাউনের আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, ‘যাঁরা মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করেন তাঁদের যোগ্য সম্মান পাওয়া উচিত।’ প্রথমে এই ছুটি বাড়ানো নিয়ে পুলিশের কথা বললেও পরে অবশ্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দমকলকর্মী, পুরকর্মী, স্বাস্থ্যকর্মীদেরও এই ছুটি বাড়ানোর তালিকায় অন্তর্ভুক্ত করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা।