মানুষ যেমন সাপ্তাহিক রেশন পায়, তেমনই সিপিএমকে সপ্তাহে এক বার পেটাই দেওয়া উচিত! প্রকাশ্য জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার শালবনিতে সভা করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শালবনির সভাতে গিয়ে আচমকাই সুব্রত মুখোপাধ্যায়ের সিপিএম পেটানোর তত্ত্ব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী বললেন তিনি?
মুখ্যমন্ত্রীর কথায়, সুব্রতদা বলতেন, তোর বড় দোষ। তুই এই সিপিএমটাকে ক্ষমা করলি। তুই জানিস যা অত্যাচার করেছে! সপ্তাহে এক বার যেমন রেশন পাওয়া যায়, তেমন সপ্তাহে এক বার পেটাই দেওয়া উচিত।