২১ জুলাই-এর শহিদ দিবসের সমাবেশে রবিবার দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি করলে কোনও অবস্থাতেই ছাড়া হবে না। গ্রেপ্তার করা হবে। এই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেছেন তিনি চান তাঁর দলীয় কর্মীরা যাঁরা পদে রয়েছেন তাঁরা গরিব থাকুন। কিন্তু তৃণমূলনেত্রী আদতে মঞ্চের সামনে বসে থাকা দলীয় কর্মীদের বোকা বানিয়েছেন। এই অভিযোগ উঠেছে বিরোধীদের তরফে। কারণ, তৃণমূলনেত্রী এসব বলে নাকি আসলে সাধু হতে চাইছেন। বিরোধীদের অভিযোগ, তৃণমূলনেত্রী মুখে যা বলেন, আসলে করেন তার ঠিক উল্টোটা। তাই তিনি শহিদ দিবসের মঞ্চে যা বলেছেন তার ঠিক উল্টো করেছেন।