মেয়েকে বাঁচাতে মন্ত্রী বীরবাহা হাঁসদার পা ধরেছিলেন অসহায় বাবা। তারপরেও অবশ্য হল না শেষ রক্ষা। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল ১৩ বছরের কিশোরীর। মেদিনীপুর মেডিক্যাল কলেজের মতো সরকারি হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয় রবিবার রাতে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার পরিবার৷ মেদিনীপুরের কলগাং এলাকার বাসিন্দা রিঙ্কু রায়ের মেয়ে সুপ্রিয়া রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় । বাড়ির লোককে না জানিয়ে তাঁর দুবার অপারেশন করা হয় বলে অভিযোগ। সেই সময় মন্ত্রী বীরবাহা হাঁসদা হাসপাতালে এসেছিলেন। তাঁর পা ধরেন কিশোরীর বাবা। যদিও মেয়েকে আর বাঁচানো যায়নি।