পুজোর মুখে ভিড় উপচে পড়ছে খাবারের দোকানগুলিতে। খাবারের গুণমান পরীক্ষা করতে গিয়ে বিপুল পরিমাণ পচা খাবার ফ্রিজ থেকে বের করে ফেলে দিলেন আধিকারিকরা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল।পুজো আসন্ন। তার আগেই ভিড় উপচে পড়েছে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলিতে। সেই মুহূর্তকে কাজে লাগিয়েই খাদ্যের গুণমান পরীক্ষা শুরু হয়েছিল। মঙ্গলবার, ১৭ অক্টোবর বিকেলে অতর্কিত অভিযানে নেমে চোখ কপালে ওঠে আধিকারিকদের।