ট্র্যাফিক আইন অমান্য করায় রাজ্যের মন্ত্রীর কাছে শাস্তি পেতে হল বাইক আরোহীদের। হেলমেট না-পরে বাইক চালানোর ‘শাস্তি’ স্বরূপ তিন তরুণকে কান ধরে ওঠবস করালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পুলিশের কাজ নিজের হাতে তুলে নেওয়ায় যা নিয়ে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে মন্ত্রীকে। এই ঘটনা পূর্ব বর্ধমানের কালনার। সোমবার, আঠারোই নভেম্বর সিটি স্ক্যান যন্ত্রের উদ্বোধন করতে কালনার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথ। এক সময় শিক্ষকতা করেছেন। আর উদ্বোধনী অনুষ্ঠানের শেষে হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যখন মন্ত্রী দেখতে পান, হেলমেট না-পরেই তিন তরুণ বাইকে চেপে হাসপাতালে ঢুকছেন তাঁর শিক্ষক স্বত্তা লুকিয়ে রাখতে পারেননি। একটা বাইকে তিন তরুণকে দেখে মন্ত্রী বেজায় চটে যান।