পৌরসভা ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের ধুলিয়ান। শুক্রবার গভীর রাতে ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাড়ি ভাঙচুর ও বোমাবাজিরও অভিযোগ উঠেছে। ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থী রোশনারা বিবির স্বামী তথা ধুলিয়ান পুরসভার প্রশাসক আলম মেহবুব। এদিকে রাতে কংগ্রেস প্রার্থী ফরিদা বিবির বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘটনা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন কংগ্রেস ও তৃণমূল নেতৃত্ব।