'ভবানিপুর সহ একাধিক জায়গাতেই তৃণমূলের নেতারা বানী দিয়েছিলেন। কিন্ত কী হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। বিধাননগরে পৌরসভায় কিভাবে সন্ত্রাশ হয়েছে সেটা দেখেছি। তবে ১০৮ টি পৌরসভায় পুলিশ দিয়ে নিয়ন্ত্রন করতে পারেনি।' কাল উৎসবের মেজাজে ভোট হবে আশঙ্কা প্রকাশ দিলীপ ঘোষের।