নাকা চেকিংয়ের সময় বিজেপি প্রার্থীর কাছ থেকে উদ্ধার টাকা। এরপরেই গ্রেফতার করল পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভা ৮ নাম্বার ওয়ার্ডের। যানা যায় খড়ার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র রাত বারোটা নাগাদ যখন বাড়ি ফিরছিল তার কাছ থেকে পুলিশ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে বলে পুলিশের দাবি।
এই ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় ওই বিজেপি প্রার্থীকে।