কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে জল ঢুকতে শুরু করেছে। যার ফলে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) পটাশপুর, বিভীষনপুর সহ ভগবানপুরের বিস্তীর্ন এলাকা জলমগ্ন (Waterlogged) হয়ে পড়েছে। আতঙ্কে ঘরছেড়ে রাস্তায় কেউ বা স্কুল ঘরে আশ্রয় নিয়েছে অসহায় মানুষজন। জলের তোড়ে ভেসে গেল প্যান্ডেল (Pandel washed away by water)।