শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ আধিকারিকের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর একক বিচারপতির বেঞ্চে। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২০ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা,কল্যাণ কুমার গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহার জামিন নিয়ে দ্বিমত পোষণ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়।