প্রায় দু সপ্তাহ ধরে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ। সেই প্লাবিত ঘাটাল পৌর এলাকায় বাসিন্দাদের এবার একটু অন্যরকমভাবে দেখা গেল। সকাল থেকেই ঢালাই রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে জল। সেই জমা জলেই নেমে পড়েছেন বাসিন্দারা লম্বা লাইন জাল হাতে নিয়ে। কারণ, রাস্তার জমা জলে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে মাছ। সেই মাছ ধরতেই রাস্তায় জাল হাতে নেমে পড়েছেন বাসিন্দারা। তাঁরা জানাচ্ছেন, সকাল থেকেই প্রচুর মাছ পড়ছে জালে। সেই সুযোগ কাজে লাগাতেই সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন বহু বাসিন্দা জাল নিয়ে।