বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে পোস্টার পরল কোন্নগর এলাকায়। পোস্টারে লেখা রয়েছে , 'প্রবীর ঘোষালকে তৃনমূল কংগ্রেস দলে নেওয়া যাবে না।' রাজ্যে বিধানসভা ভোটের আগে উত্তরপাড়া বিধানসভার তৃনমূল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদান করেন। সেই সময় প্রবীর ঘোষালের নামে পোস্টারের পাশাপাশি কুশপুতুল দাহ করা হয় তৃনমূলের পক্ষ থেকে। বিধানসভা ভোটে জিতে সরকার গঠন করে তৃনমূল কংগ্রেস। সূত্রের খবর এর পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বারতে থাকে প্রবীর ঘোষালের। কিছু দিন আগে শ্রীরামপুরে সাংগঠনিক সভায় আসেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই সভাতেও দেখা যায়নি প্রবীরকে। এরপরই জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে তিনি আবার ফিরে যেতে পারেন তৃণমূলে।