একটা সময় ছিল সারা কুমোর পাড়া জুড়ে ব্যস্ততা চোখে পড়তো। বরাতও মিলতো প্রচুর,কাজের চাপে সময়মতো শিল্পীদের খাওয়া জুটতো না। কিন্তু দিন বদলের সাথে সাথে ধাতুর তৈরি বাসনপত্র ব্যবহার হতে শুরু করার পর মাটির জিনিসের কদর ক্রমশ কমে যাচ্ছেফলে কাজের ভাটা পড়েছে কুমোরপাড়ায়। এছাড়া নবপ্রজন্ম এই শিল্প শিখতে অতটা আগ্রহ দেখাচ্ছেন না। ছাতনা ব্লকের হাটজোড় গ্রামের মৃৎশিল্পীরা সরকারের কাছে করুন আর্জি জানান এই শিল্পকে টিকিয়ে রাখার।"