রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইউক্রেন। আমেরিকার দূরপাল্লার অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে। পরমাণু হামলা চালানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে রাশিয়া। হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাতেই চিন্তিত গোটা বিশ্ব। সম্প্রতি পরমাণু নীতি বদল করেছে রাশিয়া। এর পর এই হামলার জবাব হিরোসিমা-নাগাসাকির মতো হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন পারমাণবিক মতবাদে স্বাক্ষর করেছেন যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমানা কমিয়ে দেয়।