কাজের দিনে ফের ট্রেন অবরোধ। লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করায় এদিন অশোকনগর স্টেশনে অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ যাত্রীরা। যার নির্যাস, বনগাঁ-শিয়ালদা শাখায় একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর ভাসানের জন্য বনগাঁ মাঝেরহাট লোকাল বারাসাত অবধি যাচ্ছে। কেন ট্রেনের যাত্রা কাটছাঁট করা হয়েছে, এই দাবিতে শুরু হয় অবরোধ। কিছুক্ষন পরেই ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে খন্ড যুদ্ধ বেধে যায় সাধারণ যাত্রীদের। ছাত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ । তারপরেই উঠে যায় অবরোধ। দেখুন ভিডিও