আর জি করের ঘটনায় সিবিআই তদন্ত চাওয়া নিয়ে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই তদন্ত হলে আমাদের কোনও অসুবিধা নেই, আমাদের লুকোবার কিছু নেই। আপনার লুকোবার যে জিনিসটা, সেটা তো আপনি ধ্বংস করে দিয়েছেন। ডেডবডিটা পুড়িয়ে দিয়েছেন। ডেডবডি ছাড়া সিবিআই কী বুঝবে ? আপনার নির্দেশের মৃতদেহটিকে হসপিটাল থেকে বাবা মা'কে ভুল বুঝিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে।' পাশাপাশি তাঁর আরও সংযোজন, 'এর আগে যে কটা CBI হয়েছে, সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছি আমি। তখন তো প্রত্যেকটায় আপত্তি করেছেন। আজ আপনার হঠাৎ সুর নরম হয়ে গেল কেন ? কারণ, আপনি আসল প্রমাণটাই লুকিয়ে ফেলেছেন।'