কথায় বলে রাখে হরি মারে কে? মঙ্গলবার, ১০ অক্টোবর সকালে এমনই এক ঘটনার সাক্ষী রইল হাওড়া স্টেশন। সৌজন্যে বন্ধে ভারত এক্সপ্রেস। অন্যান্য পাঁচটা দিনের মতো এদিনও সকাল ৬:১০ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল। সেই মতো ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ঠিক ঘড়ির কাঁটায় 6 টা 10 নাগাদ ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ছাড়ে সেই সময় কর্তব্যরত RPF জওয়ানরা লক্ষ্য করেন একজন যাত্রী লাগেজ হাতে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। হঠাৎই ওই যাত্রী ওঠার সময় পা পিছলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান।