দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে প্রধান পদ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি সাফ জানান, নিজের সম্মান যদি বাঁচাতে চাও তাহলে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করো। কোনও প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তাঁকে প্রধানের পদ থেকে তাড়িয়ে দেবো। যত বড় প্রধানই হোক না কেন। বৃহস্পতিবার, 17 অগস্ট বিকেলে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নবনির্বাচিত ভাঙড় 2 ব্লকের অধীনস্থ নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন শওকত মোল্লা, আরাবুল ইসলামরা।