গাইঘাটার ঠাকুরনগর থেকে TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকা ছাড়ার পরই রবিবার, 11 জুন সন্ধ্যায় ফের উত্তরপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। BJP সমর্থিত মতুয়া কর্মী সমর্থকরা চাঁদপাড়া হাসপাতালে আসলে তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। অশান্তি ঠেকাতে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়। এরই মধ্যে দলীয় কর্মী সমর্থকদের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সাংসদ শান্তনু ঠাকুর, BJP বিধায়ক সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া -সহ অন্য BJP বিধায়করা। সেখানেও রাজ্য পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শান্তনুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। একসময় একে অপরকে দেখে নেওয়ার হুমকিও দেয়।ধাক্কা দেওয়া হয় শান্তনু ঠাকুরকেও। শান্তনু জানান, তৃণমূলের যে লোকেরা আমাদের দলের কর্মীদের মারল তাদেরকে গ্রেফতার না করে উল্টে আমাদের কর্মীকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। তারা প্রমাণ করে দিল যে তারা TMC-র দালাল।