নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ তো খেয়েছেন। কিন্তু সীতাভোগ, মিহিদানা নলেন গুড়ের? সে-ও এক অমৃতসম মিষ্টান্ন। বর্ধমানে তৈরি হচ্ছে নলেন গুড়ের সীতাভোগ, মিহিদানা। বর্ধমানের সীতাভোগ, মিহিদানার প্রসিদ্ধ গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে নলেন গুড়ের সীতাভোগ, মিহিদানা কী ভাবে তৈরি হচ্ছে? দেখুন।