বর্ধমান স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২৫ হাজার লিটারের সুবিশাল জলের ট্যাঙ্ক। আজ অর্থাত্ বুধবার বেলা ১২টা নাগাদ বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে ভেঙে পড়ে ট্যাঙ্কটির একাংশ। তখন স্টেশনে বেশ ভিড়। বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার জানিয়েছেন, ৩ জনের মৃত্যু হয়েছে। যদিও রেলের তরফে কোনও মৃত্যুর খবর জানানো হয়নি।