শিবলিঙ্গে কি পরিয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন। তার জন্য ওঁর নাকখত দেওয়া উচিত। সায়নী ঘোষকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়েনা। আবারও তাঁর বেঁফাস মন্তব্য নিয়ে নতুন করে সরগরম হল পরিস্থিতি। আসলে BJP যে লোকসভা ভোটের আগে কোনো মতেই কোনো সুযোগ ছাড়বে না আর ছেড়ে কথা বলবে না তাও স্বাভাবিক। বছর পাঁচেক পুরনো এক টুইটের জেরে আইনি বিপাকেও পড়েন টলিউড অভিনেত্রী। সায়নীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন এক বিজেপি নেতা। আর সেই সমালোচনা-তরজা যখন তুঙ্গে, তখন বিতর্কিত ওই টুইটের দায় এড়ান সায়নী। অভিনেত্রীর সাফ জানান, “ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি।”