ওড়িশা রাজি হয়েছে দু মাস আগে। রাজস্থানের গেহলট সরকারও কিন্তু বেরিয়ে গেলেও আবার ফিরে এসেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে। আর বাংলায় এই প্রকল্প চালুই করতে দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, 2 অগস্ট সল্টলেকে এক দলীয় সম্মলনে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই আয়ুষ্মান ভারত কার্ড ভারতবর্ষের যেকোনও জায়গায় এমনকী ভেলোর, বেঙ্গালুরু-সহ যে কোনও বড় জায়গায় কেন্দ্রীয় সরকারের এই কার্ড গৃহীত হয়। কিন্তু রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র রাজ্যেই চলে। 2021সালের পর রাজ্যের বাইরের হাসপাতাল, নার্সিংহোমগুলিতে এই কার্ড আর চলে না। কারণ যা বিল আসছিল, এরপরই মুখ্যমন্ত্রী বারণ করে দিয়েছেন।