কলকাতায় আজ রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। গতকাল বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য। আগামী দুদিন তাপমাত্রা সামান্য বাড়লেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে। গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। কলকাতায় মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ- সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।