উত্তর দিনাজপুরের ধামজা ফরেস্ট তিলের পরিচালনায় একসময় ছিল শীতের পিকনিকের প্রিয় স্থান। তবে এখন তা স্মৃতির ঝাঁপিতে পরিণত হয়েছে। এই ফরেস্টকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা শুরু করা হলেও বাস্তবে সেসব কার্যকর হয়নি। যুগে যুগে মন্ত্রীদের পায়ের ছাপ পড়লেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। আজ সেই বন শুধু ঘন জঙ্গল হিসেবেই বিদ্যমান। সরকারের প্রতিশ্রুতির অভাব এবং পরিকল্পনার অমল হওয়ার কারণে এটি পর্যটনের মানচিত্র থেকে পিছিয়ে পড়েছে।