আমি সংখ্য়ালঘু, তাই কি আমার কথা শোনা হচ্ছে না? আমি আমার বলার স্বাধীনতাটা হারিয়ে ফেলেছি। আমার খুব কষ্ট হয়। এক মাস আমি খুবই কষ্টে আছি। আমার কোনও কথাই শুনছে না। তাহলে আমাকে কেন রেখেছেন আপনারা? আমি বাঙালি স্পোক পার্সেনদের মধ্যে আমি একাই। আমার কোনও গুরুত্বই নেই, তাহলে আমি ওখানে থেকে কি করব? আমি মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানাতে চাই মাদ্রাসায় কিছু কিছু বদল দরকার। সাংবাদিকদের সামনে দলের বিরুদ্ধে বিস্ফোরক দলেরই মুখ্যপত্র। কি অবস্থা একর ভাবুন। দলেরই মুখপত্র কিনা বলছেন যে তাঁর বলার কোনও স্বাধীনতা নেই তিনি সেই সমস্যা থেকে মুক্তি চেয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হয়েছেন।