শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শংকর আঢ্যকে তোলা হয় নগর দায়রা আদালতে। শুক্রবার দীর্ঘ জেরার পর ইডি গ্রেপ্তার করে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকরকে। নগর দায়রা আদালতে ইডির আইনজীবীর দাবি প্রায় হাজার কোটি টাকার রেশন দুর্নীতিতে যোগ ছিল বালুর অন্যতম ঘনিষ্ঠ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার এই নেতার। তাঁকে 14 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে ইডি।