মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরির আদলে মসজিদ তৈরি করার কথা আগেই ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার মসজিদ নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানালেন। এনিয়ে বিতর্কও তৈরি হয়েছে। হুমায়ুনের যুক্তি,'আমি ইসলাম ধর্ম মানি। আমার মসজিদ বানানোর অধিকার আছে। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না'।