ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে একটি টোটো কিনেছিলেন এক ব্যক্তি। লক্ষ্য ছিল টোটো চালিয়ে পরিবারের খরচ চালানো। বেবেছিলেন টোটো চালাতে শুরু করলে ব্যাঙ্কের ঋণও নির্দিষ্ট সময়ের মধ্যেই শোধ করে ফেলতে পারবেন। কিন্তু মানুষ ভাবে এক হয় এক। হঠাৎ করেই একদিন রাতে টোটোটি বাড়ির বাইরে থেকে চুরি যায় তাঁর। গোটা বিষয়টি সিসিটিভিতে ধরাও পড়ে। এরপর তিনি সিসিটিভির ফুটেজ সহ স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেছেন। কিন্তু পুলিশ টোটো উদ্ধারে কোনও উদ্যোগ দেয়নি বলেই অভিযোগ। তাই পুলিশের উপর আর ভরসা রাখতে না পেয়ে শেষ পর্যন্ত 'দিদিকে বলো'-ফোন নম্বরে ফোন করে নিজের অভিযোগ জানান ওই চুরি যাওয়া টোটোর মালিক।