দক্ষিণ-পূর্ব রেলের অধীনে শালিমার স্টেশনে ট্রেনের সময় সূচি পরিবর্তন করাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মঙ্গলবার সকালে শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় সূচির আধ ঘন্টা আগে রেল কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করে। আর এর জেরেই স্টেশনে উপস্থিত ওই ট্রেনের যাত্রীর বিক্ষোভে ফেটে পড়েন। শালিমার- সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের যাত্রীরা এরপর রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও ইতিমধ্যেই মৌখিক ভাবে দক্ষিণ-পূর্ব রেল জানায় ওই ট্রেন পরে চালানো হবে। যদিও মৌখিক প্রতিশ্রুতিতে রাজি না হয়ে যাত্রীদের দাবি যতক্ষণ না তারা কর্তৃপক্ষের থেকে লিখিত বয়ান পাচ্ছেন, তারা রেললাইন থেকে সরবেন না।