খাস কলকাতায় এই বার দেখুন কি কাণ্ড, তাও আবার ভিক্টোরিয়ায়। এই ঘটনা দেখলে আপনার মনে হতেই পারে ভিক্টোরিয়ায় কোনও জিহাদি হামলা হতেই পারে। কারণ হঠাৎ করে এতো সেনা কেন ভিক্টোরিয়া। আর সব সেনারা উদ্ধারে নেমেছে একজন ভিআইপিকে। দেখুন কী কাণ্ড। বলা যেতেই পারে ভিক্টোরিয়ায় জিহাদি ‘হামলা’র জন্যই এই কাণ্ড। ‘অপহৃত’ একাধিক ভিআইপি, ভিতরে গুলির লড়াই, রুদ্ধশ্বাস অভিযান দেখুন।