চন্দননগরের কলুপুকুর এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় মানকুণ্ডুর কুমড়োবাগান লেনের বাসিন্দা নিখিল মণ্ডল। প্রায়ই ওই মহিলার বাড়িতে যাতায়াত করত নিখিল। রবিবার রাতেও তার বাড়িতে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে আটকায়। নিখিলের বচসা শুরু হয়ে যায়। এরপরই খুর বের করে এলোপাথাড়ি চালাতে থাকে নিখিল। অনেকেরই খুরের আঘাতে রক্তারক্তি কাণ়্ড ঘটে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা পাল্টা তাকে মারধর শুরু করে। ঘটনাস্থলে পুলিশের গাড়িও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিখিলকে গ্রেফতার করেছে।