সমগ্র পশ্চিমবঙ্গেই প্রবেশ করল বর্ষা। আজ ও আগামীকাল দুই বঙ্গের সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিতে লাল সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কালিম্পং এবং কোচবিহারে। বাদবাকি উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সপ্তাহ জুড়ে অর্থাৎ আগামী ৬ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই চলবে বৃষ্টি। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।