‘মাদারিহাটের মানুষ সব সময় বিজেপিকেই চেয়েছে। ওরা যতই ছাপ্প মারার চেষ্টা করুক, এখানকার জনতা বিজেপিরই সঙ্গ দেবে।’ নির্বাচনের কাউন্টিংয়ে এসে এমনটাই মন্তব্য মাদারিহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহারের। কাউন্টিং চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, “সত্যের রাস্তা সব সময় কঠিন হয়। আমরা কঠিন রাস্তাতেই হাঁটতে চাই। এই দুর্নীতি ধর্ষণ মাদারিহাটের মানুষ কখনও মেনে নেবে না।