গভীর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টি। যার প্রভাবে বিপদ সীমার ওপরে বইছে রাজ্যের বেশিরভাগ নদীর জল। পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এর মধ্যে ফের উদ্বেগ বাড়াল ডিভিসির ছাড়া জল। মঙ্গলবার ভোর থেকে ডিভিসির আওতাধীন মাইথন জলাধার থেকে ১ লক্ষ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৪৯ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর DVC সূত্রে। অর্থাৎ জল ছাড়ার পরিমাণ ব্যাপকভাবে বাড়াল ডিভিসি। যার ফলে নতুন করে প্লাবিত হওয়ার ভয় থাকছে রাজ্যের বেশ কয়েকটি জেলা।