তীব্র ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসী। বর্ষার আগমনের অপেক্ষায় সকলেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শিগগিরই প্রতীক্ষার অবসান হতে চলেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা। উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন দেখা যাবে না। আপাতত ভ্যাপসা গরম থেকেও নিস্তার নেই।