বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার কারণে আমাদের রাজ্যে বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গে আজ ও কাল এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৩ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা হওয়া চলবে। দুই বঙ্গে এইমুহূর্তে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে, যা ২৩ তারিখ থেকে বার্তা শুরু করবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।