আজ থেকে আগামী ৫ দিন আমাদের রাজ্যের দুই বঙ্গেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে। সঙ্গে কিছু জেলায়র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কেবলমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।