সাগরে নিম্নচাপের ওপর নজরদারি চালাচ্ছে হাওয়া অফিস, এরমাঝে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের এলাকার আকাশ ছিল মেঘলা। এই আবহে হাওয়া অফিস বলছে, ৭ মে অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও না কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। যার ফলে ৬ মে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে।