বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব বাংলাদেশ পটরেখাতে অবস্থান করছে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গ উপকূল ও পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু স্থানে অত্যধিক ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে। আগামীকাল ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিস্তারিত জানুন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তের সাংবাদিক বৈঠক থেকে।