হাওড়ার রামরাজাতলা থেকে যাত্রী নিয়ে এই রুটে বাসের যাত্রা শুরু হয় প্রায় একশো বছর আগে, ১৯২৪ সালে। এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো বাসরুট। আর হাওড়ার ৫৬ নম্বর রুটে এখনও চলছে দক্ষিণবঙ্গের সম্ভবত একমাত্র কাঠের বাসটি।