Advertisement

বিশ্ব

১৯ বছর বয়সে ৬১-র বৃদ্ধের সঙ্গে প্রেম, বিয়ের কথা জানাতেই পুলিশকে ফোন পরিবারের; তারপর...

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Sep 2021,
  • Updated 6:29 PM IST
  • 1/8

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ বছর বয়সী যুবতী প্রেমে পড়লেন বছর ৬১-র বৃদ্ধের। বাড়িতে জানাতেই ধুন্ধুমার কাণ্ড। পরিবার আগেই এই সম্পর্ককে মেনে নিতে অস্বীকার করে। তাঁর প্রেমিককে প্রথমবারের মতো তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ায় পুলিশে ফোন করে তরুণীর পরিবার।
 

  • 2/8

যুবতী বছর ৬১-র বৃদ্ধের সঙ্গে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলে। এও জানা যায়, বৃদ্ধ দুই সন্তানের পিতা। যদিও, তরুণী সেবিষয়ে জানতেন।
 

  • 3/8

তাঁদের দু'জনের মধ্যে ৪২ বছরের ফারাক। কিন্তু সম্পর্কে থাকার পর তরুণীর পিতা-মাতা তা মেনে নেন।
 

  • 4/8

সেনাবাহিনীর পুলিশ কর্মকর্তা অড্রে চিয়েন-স্মাইলি মুন প্রথম তাঁর স্বামী কেভিনের সঙ্গে ২০২০ সালে একটি ডেটিং সাইটে আলাপ করেছিলেন। তাঁদের মধ্যে ৪২ বছরের পার্থক্য সত্ত্বেও প্রাথমিকভাবে তাঁর বায়োতে ​​আকৃষ্ট হয়েছিলেন। 
 

  • 5/8

স্মাইলি মুনের সঙ্গে তাঁর অনলাইনে চ্যাটিং শুরু হয়। ভালোবাসার নিবেদন করার পর থেকেই কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে একে অপরের সঙ্গে দেখা করেন। অড্রে সংবাদমাধ্যমকে জানান, "আমি ওকে দেখে উত্তেজিত ছিলাম।" 
 

  • 6/8

যুবতীর আরও বক্তব্য, "কেভিনই প্রথম প্রেমের পদক্ষেপ নিয়েছিল। আমাকে প্রথমে চুমু খেয়েছিল। সেদিনই ছিল আমাদের প্রথম সাক্ষাৎ। আমরা সত্যিই একমত হতে পারি যে প্রথম দেখায় আমাদের প্রেম ছিল। "
 

  • 7/8

অড্রে বলেন, "আমাদের প্রথম কথোপকথন ছিল সেনাবাহিনী সম্পর্কে এবং ও আমার সম্পর্কে প্রশ্ন করেছিল এবং আমরা একে অপরের সঙ্গে সম্পূর্ণ খোলাখুলি আলোচনা করতাম।"
 

  • 8/8

আমি কেভিনকে খুবই সুদর্শন মনে করি। আমাদের সম্পর্ককে আমাদের পরিপূর্ণ করে তোলে। একে অপরের প্রতি ভালবাসা আরও বাড়ছে। 
 

Advertisement
Advertisement