Advertisement

বিশ্ব

ভ্রমণে বিপদ! তাঁবুতে থাকা মহিলাকে টেনে নিয়ে গেল ভাল্লুক, তারপর..

Aajtak Bangla
  • 09 Jul 2021,
  • Updated 11:02 PM IST
  • 1/8

জঙ্গল ভ্রমণে দিয়ে ক্যাম্প করে থাকতে অনেকেই পছন্দ করেন। কিন্তু মন্টানায় এমন একটি ঘটনা ঘটেছে যা শুনে হতবাক হবেন অনেকেই। জঙ্গলে ক্যাম্প করে থাকা এক মহিলাকে টানতে টানতে নিয়ে যায় ভাল্লুক। পরে সেই মহিলাকে মেরে ফেলে সে। (সব ছবি প্রতীকী গেটি ইমেজেস)

  • 2/8

মন্টানা ফিশ, ওয়াইল্ড লাইফ অ্যান্ড পার্কস এর এক বিবৃতি অনুসারে,৬ জুলাই ভোর সাড়ে তিনটায় এই হামলা হয়। সিবিএস নিউজ জানায়, ৬৫ বছর বয়সী নিহত মহিলা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা লেয়া ডেভিস লোকেন। তাকে হত্যা করা ভাল্লুকটি ওজনে প্রায় ৪০০ পাউন্ড।। তবে অনুসন্ধানের পরেও সেই ভালুকের কোনও চিহ্ন পাওয়া যায়নি।
 

  • 3/8

স্থানীয়রা জানান, ওই মহিলা বন্ধুদের সঙ্গে জঙ্গল ভ্রমণে বেরিয়েছিলেন। ওয়ান্ডো বলে একটি এলাকায় তারা রাতের ক্যাম্প তৈরি করেন। এখানে বসতিও খুব কম ছিল।

  • 4/8

জানা গিয়েছে, লেয়া নিজেই একটি তাঁবুতে রাত্রিযাপন করেন। এবং তার অপরদুই সঙ্গে অন্য একটা তাঁবুতে ছিলেন। স্থানীয় আধিকারিকদের মতে, ভাল্লুকটি অনেকক্ষণ ধরেই লেয়ার তাঁবুর পাশে চক্কর কাটছিল।

  • 5/8

স্থানীয় অফিসাররা জানান, এখানে সব পর্যটকদের একটি নির্দেশ দেওয়া থাকে। তারা যেন ঘুমানোর আগে তাঁবু থেকে সমস্ত খাবার সরিয়ে রাখে। কারণ খাবারের সন্ধানে অনেক সময়ে বন্য জন্তু চলে আসে।

  • 6/8

এলাকায় থাকা একটি ক্যামেরায় দেখা যায় ভাল্লুকটি অনেকক্ষণ সেখানে ছিল। তারপরে চলে গিয়ে আবার ফিরে আসে।
 

  • 7/8

জানা গিয়েছে, দ্বিতীয় তাঁবুতে থাকা দুজন আচমকা চিৎকারের শব্দ পান। তখন বাইরে গিয়ে দেখেন লেয়াকে একটি ভাল্লুক জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে।

  • 8/8

ওই বন্ধুরা এক বিশেষ ধরণের স্প্রে ব্যবহার করেন। ভাল্লুকটি লেয়ার ক্ষতবিক্ষত দেহটি ফেলে চলে যায়। পরে পুলিশ আসে ঘটনাস্থলে। কিন্তু লেয়াকে আর বাঁচানো সম্ভব হয়নি।
 

Advertisement
Advertisement