Advertisement

বিশ্ব

PHOTOS : ভারতে কারখানা খুলতে পারে Tesla, তবে এই শর্ত রাখলেন Elon Musk

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Jul 2021,
  • Updated 3:41 PM IST
  • 1/7

বৈদ্যুতিক গাড়ি বানানোর ক্ষেত্রে টেসলা (Tesla)-র নাম দুনিয়া জুড়ে। তারা বৈদ্যুতিন গাড়ি তৈরির সবথেকে বড় সংস্থা। এবার তারা আসতে পারে ভারতে। ওই সংস্থা এখানে বিনিয়োগ করতে পারে। তবে তারা একটি শর্ত রেখেছে। সেই শর্ত পূরণ হলেই ভারতে আসবে টেসলা (Tesla)।

  • 2/7

কী সেই শর্ত? টেসলা (Tesla)-র সিইও এলন মাস্ক (Elon Musk) জানিয়েছেন করে ছাড় দিতে হবে। বল ঠেলে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কোর্টে। এলম মাস্ক টুইটে গাড়ির ওপর কর নিয়ে কথা বলেছেন। তিনি বৈদ্যুতিক গাড়ি নিয়েই কথা বলেছেন। এলন মাস্ক (Elon Musk)-এর মতে, ভারতে পেট্রল-ডিজেলচালিত গাড়িতে যে হারে কর নেওয়া হয়, পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়িতে একই হারে কর নেওয়া হয়। এটা ঠিক নয়।

  • 3/7

তবে এলন মাস্ক (Elon Musk) এ-ও জানিয়েছেন, ওই ব্য়াপারে ভারত সরকারের সঙ্গে তার কোনও কথা হয়নি।
 

  • 4/7

ভারতে বিনিয়োগ করতে পারে প্রখ্যাত গাড়িনির্মাতা সংস্থাটি (Tesla)। এলন মাস্ক (Elon Musk) জানিয়েছেন, আমদানি করা গাড়ির ওপর শুল্কে ছাড় দিলে তাঁরা এ দেশে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। তিনি দাবি করেছেন, পৃথিবীর মধ্যে এ ব্যাপারে ভারতে সবথেকে বেশি শুল্ক নেওয়া হয়। তাঁর আশা, বৈদ্যুতিক গাড়িতে অস্থায়ী ভাবে হলেও করছাড় দেওয়া হবে। 
 

  • 5/7

এই কথা শুরু হয়েছিল এক টুইট থেকে। একজন টুইট ব্যবহারকারী এলম মাস্ককে বলেন, আপনি তাড়াতাড়ি ভারতে আফনার গাড়ি বিক্রি করা শুরু করুন। এর জবাব দেন এলন মাস্ক (Elon Musk)।
 

  • 6/7

এলন মাস্ক (Elon Musk) বলেন, আমরা তেমন করতে চাই। তবে বড় বড় দেশের মধ্যে ভারতে আমদানি শুল্ক সবথেকে বেশি।

  • 7/7

এখন গাড়ি আমদানি করলে কী হারে শুল্ক দিতে হয় জেনে নেওয়া যাক। ৪০ হাজার ডলারের বেশি দামের কোনও গাড়ি বাইরে থেকে আনতে গেলে সিআইএফ (দাম, বিমা এবং আনার খরচ)-এর সঙ্গে ১০০ শতাংশ শুল্ক দিতে হয়। আর এর থেকে কম দামের গাড়িতে ৬০ শতাংশ শুল্ক দিতে হয়। 

Advertisement
Advertisement