ভারতে দৈনিক আক্রান্ত তিন লক্ষ ছাড়িয়েছে। মাথাব্যথার কারণ এখন করোনার নতুন থার্ড মিউট্যান্ট প্রজাতি। এই পরিস্থিতিতে ব্রিটেন আগেই ভারত থেকে সেদেশে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার জানিয়ে দিল, ভারত থেকে অতিরিক্ত বিমানও হিথরো বিমানবন্দরে নামতে দেবে না।
করোনা সংক্রমণ অত্যাধিক হারে বেড়ে যাওয়ার ফলে এবার ভারতকে লাল তালিকাভুক্ত করেছে ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের নয়াদিল্লি সফর বাতিলের কয়েক ঘণ্টার মধ্যে এই ঘোষণা করেছিল ব্রিটেন প্রশাসন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে গোটা বিশ্বে। বহু দেশে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোভিড পরিস্থিতি। এর মাঝেই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষণায়।
বিশ্বের প্রথম দেশ হিসাবে টিকাকরণ শুরু হয়েছিল ব্রিটেনে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকার ভ্যাকসিন ছাড়াও ফাইজার বায়োটেকের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেদেশে প্রথম ভ্যাকসিনের ডোজেই করোনা সংক্রমণ ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অফিস অফ ন্যাশনাল স্যাটেস্টিক্স যৌথ ভাবে এই সমীক্ষা চালায়। তাতে দেখা যাচ্ছে দুই ডোজ ভ্যাকসিন বয়স্ক ও দুর্বলদের পাশাপাশি যুব সমাজের শরীরেও ভাল ভাবে কাজ করছে।
গতবছর ডিসেম্বর থেকে চলতি বছর এপ্রিলের মধ্যে ৩ লক্ষ ৫০ হাজার ব্রিটেনবাসীর ওপর এই সমীক্ষা করা হয়েছিল। তবে ভঅযাকসিন কাজ করলেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাই বলছেন গবেষকরা।
গবেষণা বলছে প্রথম ডোজ নেওয়ার ২১ দিনের মধ্যে SARS-CoV-2 ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ কমে যায়।
ব্রিটেনে মন্দির,মসজিদ, চার্চ-সহ ১৬০০ বেশি সাইটে চলছে টিকাকরণ। ইতিমধ্যে ব্রিটেনে ২ কোটি ৮০ লক্ষ মানুষের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯০ লক্ষ মানুষ।