ইতিহাস বলছে, ২৫ ডিসেম্বর বেথেলহেম নগরের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্মেছিলেন যিশু। বিশ্ব থেকে হিংসা মুছতেই আবির্ভাব হয়েছিল তাঁর।
বাইবেলে কিন্তু যিশুর জন্মের তারিখের কোনও উল্লেখ নেই। তবে গোটা বিশ্বে ২৫ ডিসেম্বরই যিশুর জন্মদিন পালিত হয়। তবে করোনা আবহে এবার ক্রিসমাসের রং অনেকটাই ফিকে। তাও বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ক্রিসমাস। সেজে উঠেছে নামজাদা সব শহরগুলি।
এই প্রথম বড়দিনের কোনো অনুষ্ঠানে পোপ ভাষণ দেবেন না।
করোনা নিয়ন্ত্রণে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে ভ্যাটিকান।
২০১৩ সালে পোপ হয়েছেন ফ্রান্সিস। তার পর থেকে গত কয়েক বছরে নানা বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যে সারা বিশ্বের ক্যাথলিক মতাবলম্বীদের করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে ভ্যাটিকান।
করোনা সংক্রমণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকায়। এবার উৎসবের রং কিছুটা ফিকে হলেও সেজে উঠেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস।
আমেরিকার পাশাপাশি ইউরোপের দেশগুলিতে করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় জার্মান সরকার বার্লিনে ১০ জনের জমায়েতের অনুমতি দিলেও জনসাধারণকে শারীরিক দূরত্ব বজায়ের আর্জি জানিয়েছে।
বড়দিনের বাজার হোক বা নববর্ষে আতশবাজির রোশনাই, প্রত্যহ সংক্রমণের ঘনঘটায় জার্মান সরকার বাতিল করেছে সবকিছুই! তবে আলোর মেলায় সেজেছে ফ্রাঙ্কফুট শহর।
ব্রিটেনেও লাগামছাড়া কোভিড সংক্রমণ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ফের লকডাউন আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনা আতঙ্কের মাঝেও ব্রিটেনের মানুষ ক্রিসমাস এর উৎসব পালন শুরু করে দিয়েছেন। ডিসেম্বর পড়তেই লন্ডন ও ইংল্যান্ডের ছোট–বড় সব শহর, রাস্তায় ও বাড়িতে আলো লাগানো শুরু হয়ে যায়।
লন্ডন শহরের আলোকসজ্জা দেখতে প্রতি বছর বহু মানুষ আসেন বিশ্বের নানা প্রান্ত থেকে। এবার করোনার জেরে সংখ্যাটা বেশ কম।
করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল বিশ্ব, তখন বড়দিন সামনে রেখে রাশিয়ার রাজধানী মস্কো সেজে উঠেছে আলোর মেলয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলেও উৎসবের মেজাজ। আলোর মেলায় সেজেছে গোটা শহর।
ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে জলের নিচে খোশ মেজাজে সাঁতার কাটছেন এক সান্তাক্লজ।
ক্রিসমাস উপলক্ষে চেক রিপাপ্লিকের রাজধানী প্রাগেও উৎসবের মেজাজ। তবে সবকিছুই চলছে দূরত্ব বিধি মেনে।
স্পেনের মাদ্রিদ শহরেও মুখে মাস্ক পরে চলছে উদযাপন।
ইউক্রেনের রাজধানী কিভ শহরেও এবার সামাজিক দূরত্ব বিধি মেনে পালিত হচ্ছে ক্রিসমাস।
যিশুর জন্মস্থান বেথলেহেম শহরকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার জালে।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা শহরে করোনা বিধি উপেক্ষা করেই রাস্তায় মানুষের ভিড়।
প্রতিবেশী দেশ পাকিস্তানেও ক্রিসমাস ঘিরে উৎসবের মেজাজ।
আলোর মালায় সেজেছে হংকং।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচেও ক্রিসমাস উপলক্ষে আলোকসজ্জা চোখ টেনেছে।
পেশোয়ারেও হাজির সান্তাক্লজ।
ফ্রাঙ্কফুর্টের রাস্তায় ইয়া বড় সান্তাক্লজ।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক খুদের সঙ্গে সান্তাক্লজ।
এবছরই লেবাননের রাজধানী বেইরুট সাক্ষী ছিল ভয়ঙ্কর বিস্ফোরণের। ক্রিসমাসে এই ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ হারান মানুষদের স্মরণ করছেন শহরবাসী।