Advertisement

বিশ্ব

PHOTOS: আকাশে ৫ কিলোমিটার ধোঁয়ার কুণ্ডলী! জেগে উঠল আগ্নেয়গিরি

Aajtak Bangla
  • 02 Mar 2021,
  • Updated 9:40 PM IST
  • 1/7

ছবিটা দান্তেস পিক সিনেমার কথা মনে করায়। মঙ্গলবার ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরি জেগে উঠল। ছবি: রয়টার্স

  • 2/7

আকাশে প্রায় ৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত কুণ্ডলী পাকিয়ে উঠল ধোঁয়া আর ছাই। ছবি: রয়টার্স

  • 3/7

গত বছর অগস্টের পর এ বছর মার্চে ফের জেগে উঠল সিনাবুং। ছবি: রয়টার্স

  • 4/7

ইন্দোনেশিয়ার ভলক্যানোলজি বিভাগ জানিয়েছে, গত বছরের পর থেকে সিনাবুং সময়ে সময়ে সক্রিয় হয়ে উঠছে। বেড়ে গিয়েছে মাত্রা। ছবি: রয়টার্স

  • 5/7

উত্তর সুমাত্রা প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ছবি: এপি

  • 6/7

ঘটনায় হতাহতের এখনও পর্যন্ত কোনও খবর নেই। তবে আশপাশে তল্লাশি অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে। ছবি: এপি

  • 7/7

স্থানীয় বাসিন্দাদের অন্তত ৩ কিলোমিটার দূরত্বে সরে যাওযার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি: এপি

Advertisement
Advertisement