করোনারভাইরাস মহামারির কারণে চিন এমনিতেই বিশ্বের নজরে রয়েছে। দেশটির বিরুদ্ধে এই মহামারি ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। তবে, এই সমস্ত কিছুর মাঝে, Monkey B Virus(বিভি)-এর চিনে খোঁজ মিলেছে। এই ভাইরাসটি অত্যন্ত মারাত্মক কারণ এটিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ৭০ থেকে ৮০ শতাংশ।
(ক্রেডিট- Getty Images)
Global Times-এর খবরে বলা হয়েছে, চিনের বেজিংয়ে এক পশুচিকিৎসক Monkey B Virus(BV) এই ভাইরাসে আক্রান্ত। চিনে বিভি ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি। সেই পশুচিকিৎসকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তবে তাঁর ঘনিষ্ঠরা এখনও সুরক্ষিত রয়েছেন।
বেজিংয়ের ৫৩ বছর বয়সী ওই পশুচিকিৎসক এই বছরের মার্চের গোড়ার দিকে দুটি মৃত বানরের সার্জারি করেছিলেন। তিনি Non-Human Primates বিষয় নিয়ে গবেষণা করতেন।
বানরের উপর অস্ত্রোপচারের এক মাস পরে, পশুচিকিৎসকের মধ্যে বমি বমি ভাব লক্ষণ দেখি দিয়েছিল। চিনের কেন্দ্রীর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের প্রতিষ্ঠান সিডিসি শনিবার এই বিষয়ে বিবৃতি দেয়।
রিপোর্টে জানা যাচ্ছে পশুচিকিৎসক বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গিয়েছিলেন, শেষ পর্যন্ত ২৭ মে তাঁর মৃত্যু হয়। ম্যাগাজিনটি আরও জানিয়েছে যে চিনে এর আগে কোনও Monkey B Virus সংক্রমণের খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে চিনে এটি চিহ্নিত Monkey B Virus প্রথম মানব সংক্রমণের ঘটনা।
গবেষকরা এপ্রিল মাসে ওই পশুচিকিৎসকের থেকে Cerebrospinal Fluid সংগ্রহ করেছিলেন এবং এটি Monkey B Virus জন্য পজিটিভ বলে মনে করেছিলেন। তবে, তার নিকটজনের নমুনাগুলি এখনও নেতিবাচক রয়েছে।
Monkey B Virus প্রথম সনাক্ত হয়েছিল ১৯৩২ সালে। এই ভাইরাসটি সরাসরি শারীরিক নিঃসরণের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ।
রিপোর্টে দাবি করা হয়েছে বানরের মধ্যে থাকা Monkey B Virus মানব জাতির জন্য হুমকির কারণ হতে পারে। এই ভাইরাসটি নির্মূল করা এবং চিনে পরীক্ষাগার নজরদারি আরও শক্তিশালী করা প্রয়োজন।