Advertisement

বিশ্ব

Cororna-র মাঝে নতুন বিপদ! চিনে মিলল Monkey B Virus,কতটা মারাত্মক?

Aajtak Bangla
  • বেজিং,
  • 18 Jul 2021,
  • Updated 3:54 PM IST
  • 1/8

করোনারভাইরাস মহামারির কারণে চিন এমনিতেই  বিশ্বের নজরে রয়েছে। দেশটির বিরুদ্ধে এই মহামারি ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। তবে, এই সমস্ত কিছুর মাঝে,  Monkey B Virus(বিভি)-এর চিনে খোঁজ মিলেছে। এই ভাইরাসটি অত্যন্ত মারাত্মক কারণ এটিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ৭০ থেকে ৮০  শতাংশ। 
 (ক্রেডিট- Getty Images)

  • 2/8

Global Times-এর খবরে বলা হয়েছে, চিনের বেজিংয়ে এক পশুচিকিৎসক  Monkey B Virus(BV) এই ভাইরাসে আক্রান্ত। চিনে বিভি ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি। সেই পশুচিকিৎসকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তবে তাঁর ঘনিষ্ঠরা এখনও সুরক্ষিত রয়েছেন।

  • 3/8

 বেজিংয়ের ৫৩ বছর বয়সী ওই পশুচিকিৎসক এই বছরের মার্চের গোড়ার দিকে দুটি মৃত বানরের  সার্জারি করেছিলেন। তিনি Non-Human Primates বিষয় নিয়ে গবেষণা করতেন।

  • 4/8

বানরের উপর অস্ত্রোপচারের এক মাস পরে, পশুচিকিৎসকের মধ্যে  বমি বমি ভাব লক্ষণ দেখি দিয়েছিল। চিনের কেন্দ্রীর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের প্রতিষ্ঠান  সিডিসি  শনিবার এই বিষয়ে বিবৃতি দেয়।

  • 5/8

রিপোর্টে জানা যাচ্ছে পশুচিকিৎসক বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গিয়েছিলেন, শেষ পর্যন্ত ২৭  মে তাঁর মৃত্যু হয়। ম্যাগাজিনটি আরও জানিয়েছে যে চিনে এর আগে কোনও  Monkey B Virus  সংক্রমণের খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে চিনে এটি  চিহ্নিত Monkey B Virus প্রথম মানব সংক্রমণের ঘটনা।

  • 6/8

গবেষকরা এপ্রিল মাসে ওই পশুচিকিৎসকের থেকে Cerebrospinal Fluid সংগ্রহ করেছিলেন এবং এটি Monkey B Virus জন্য পজিটিভ বলে মনে করেছিলেন। তবে, তার নিকটজনের নমুনাগুলি এখনও নেতিবাচক রয়েছে।

  • 7/8

Monkey B Virus প্রথম সনাক্ত হয়েছিল ১৯৩২ সালে। এই ভাইরাসটি সরাসরি  শারীরিক নিঃসরণের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ।

  • 8/8

রিপোর্টে দাবি করা হয়েছে  বানরের মধ্যে থাকা Monkey B Virus মানব জাতির জন্য  হুমকির কারণ হতে পারে। এই ভাইরাসটি নির্মূল করা এবং চিনে পরীক্ষাগার নজরদারি আরও শক্তিশালী করা প্রয়োজন।

Advertisement
Advertisement