অন্যান্য বারের মত এবারও নতুন বছরকে সবার আগে স্বাগত জানাল নিউজিল্যান্ড। অকল্যান্ডে আতসবাজির মাধ্যমে হল বর্ষবরণ। ওয়েলিংটনে ওয়াটারফ্রন্টে বহু মানুষ একত্রিত হয়েছিলেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য৷ ২০২১ সত্যিই স্পেশাল নিউজিল্যানেড্র কাছে, কারণ সম্প্রতি তারা দ্বিতীয়বারের জন্য করোনাকে হারিয়ে 'কোভিড-ফ্রি' দেশ হিসেবে বিশ্বের কাছে বার্তা দিয়েছে৷
আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাল অস্ট্রেলিয়ার সিডনিতে।
সিডনি ওপেরা হাউসের সামনে আতসবাজির প্রদর্শনি।
বর্ষবরণ উপলক্ষ্যে আলোর মেলায় সেজেছে চেন্নাইয়ের নেপিয়ার ব্রিজ।
বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে এ বার ৩১ ডিসেম্বর রাতে মুম্বইয়ে কোনও পার্টি-জমায়েত করা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করেছে মুম্বই পুলিশ। একই সঙ্গে বলা হয়েছে, রাত্রিকালীন কার্ফু শিথিল করা হবে না। শহরে জারি থাকবে ১৪৪ ধারা।
পার্টি ছাড়া বর্ষবরণ হলেও মুম্বইয়ের একটি মলের সামনে ২০২১-কে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয়েছে।
অমৃতসরেও লেগেছে বর্ষবরণের রং।
আলোর মেলায় সেজেছে স্বর্ণমন্দির।
গুলমার্গে তুষারের দেশে নতুন বছরকে স্বাগত জানান হচ্ছে।
বর্ষবরণের রাতে দিল্লিতে জারি নাইট কার্ফু। ৩১ তারিখ রাত ১১টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত প্রকাশ্য়ে কোনওরকম উৎসব উদযাপন, সভা বা জমায়েত করা যাবে না। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না।
কুড়ি-কে বিদায় জানিয়ে একুশকে স্বাগত জানাতে তৈরি কলকাতাও। সকাল থেকেই শীতের রোদ্দুর গায়ে মেখে উত্সবের মেজাজ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ইকো পার্কের মতো জায়গায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে।
পুরির সমুদ্র সৈকতে নতুন বছরকে স্বাগত জানানো হল।
ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ। তার মাঝেই জার্মানির বার্লিন শহরে উৎসবের প্রস্তুতি।
ভিয়েতনামেও মাস্ক পরে মানুষ বেরিয়ে পড়েছেন ২০২১-কে স্বাগত জানাতে।
লাহোরেও নতুন বছরকে স্বাগত জানান হচ্ছে মোমের আলোয়।